Good Bio-Security & Ventiliation Management in Profitable Poultry Farm Operation

দেশের অন্যতম প্রধান এনিমেল হেলথ প্রতিষ্ঠান ফার্মা এর ফার্ম এর অংশগ্রহনে Poultry Proffesional Bangladesh এর আয়োজনে গত ১৫ ফেব্রুয়ারী ২০২০, Sher-E-Bangla Agricultural University এর Animal Science & Veterinary Medicine Gallery seminar কক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল Good Bio-Security & Ventiliation Management in Profitable Poultry Farm Operation বিষয়ক অনুষ্ঠান।

Nisith Kumar Mandal, Coordinator, Seminar Committee, PPB এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন Prof. Dr. Md. Anwarul Haque Beg, Dean, FASVM, SAU, এরপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন Dr. Saiful Bashar, General Secretary, The Vet Executive. তিনি এই সেক্টরে সংশ্লিষ্ট সকল ডক্টরদের প্রতি উদ্দ্যেশ করে বলেন দেশ এখনও প্রাণিসম্পদ এ সয়ংসম্পুর্ন না, আমাদের সবার উচিৎ সঠিক নিয়ম মেনে খামার ব্যবস্থাপনা করা। এন্ট্রি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স এবং খামারের বায়োসিকিউরিটি নিয়েও তিনি কথা বলেন। এরপর পালাক্রমে বক্তব্য রাখেন  Khondokar Mohammad Mohsin, Joint Secretary, Bangladesh Poultry Industry Association, Dr. K.B.M. Saiful Islam, Associate Professor & Chairman- Dept. of Medicine & Public Health,  ফার্মা এন্ড ফার্ম এর পক্ষ্য থেকে গুরুত্তপুর্ন বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার- ডাঃ এ এম এ আবু সুফিয়ান। তিনি তার মূল্যবান বক্তব্যে AMR-Anti Microbial Resistance নিয়ে বলেন যদি আমরা এন্টিবায়োটিক এর পরিবর্তে প্রোবায়োটিক এর ব্যবহার বৃদ্ধি করতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের শরীর থেকে এন্টিবায়োটিক এর রেজিস্টেন্স কমতে থাকবে। এই প্রসঙ্গে তিনি কিছু পণ্য নিয়ে কথা বলেন। যার মধ্যে Spped Biotic & Biotop উল্ল্যেখযোগ্য। Spped Biotic পণ্য টি আমদানি করা হয়েছে ইউরোপ এর একটি দেশ থেকে, অন্যদিকে Biotop পন্যটি আমদানি করা হয়েছে সাউথ কোরিয়া থেকে।

এরপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  Dr. Uday Kumar Mohanta, Associate Professor & Chairman- Dept. of Microbiology & Parasitoloy,  তিনি ফার্মা এন্ড ফার্ম কে সহ উপস্থিত সকল কে ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন। তিনি সকলের উদ্দ্যেশে বলেন- দেশের এই মূল্যবান সেক্টর কে সমৃদ্ধি করতে ডক্টর, খামারী, আমদানিকারক সহ সর্বস্তরের অংশগ্রহন অত্যন্ত জরুরী। খামারের বায়োসিকিউরিটি এবং ভেন্টিলেসন নিয়েও তিনি তথ্যমূলক বক্তব্য পেশ করেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ফার্মা এন্ড ফার্মের পিএমডি বিভাগের সিনিওর এক্সিকিউটিভ ডাঃ খালিদ হাসান রেজা সহ উক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related posts

Leave a Comment

CAPTCHA ImageChange Image