অনলাইনে এনওসি পাওয়া যাবে ২৮ এপ্রিল

সাধারন ছুটির কারণে দীর্ঘদিন আটকে থাকা এনওসি মিটিং আজ প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াছি উদ্দিন জানিয়েছেন- চলতি মাসের ২৮ তারিখ থেকে অনলাইনে আমদানি চাহিদার বিপরীতে অনাপত্তিনামাগুলো পাঠিয়ে দেয়া শুরু হবে। আজ প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় একথা বলেন জনাব ওয়াছি উদ্দিন। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার, পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ আজিজুর রহমান, উপ-পরিচালক প্রশাসন ডাঃ এ কে এম আতাউর রহমান, প্রমুখ।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রথমবারের মত অনলাইনে এনওসি প্রদানের কার্যক্রম শুরু করল প্রাণিসম্পদ অধিদপ্তর। এ সম্পর্কে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) ডাঃ আবু সুফিয়ান এবং সহকারি পরিচালক (খামার) ড. এ বি এম খালেদুজ্জামান জানান মোট ৬২৬ টি আবেদন জমা পড়েছে। প্রয়োজনীয় ফরম্যালিটিজ সম্পন্ন করে যথাদ্রæত সম্ভব এনওসিগুলো প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত: উল্লেখ্য বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সহ পোল্ট্রি সংশ্লিষ্ট অপরাপর সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর অনলাইনে এনওসি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে পোল্ট্রি, ডেইরি, ও প্রাণিসম্পদ খাতে প্রয়োজনীয় কাঁচামালের আমদানি প্রক্রিয়া সচল হবে এবং সাপ্লাইচেইনে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Related posts

Leave a Comment

CAPTCHA ImageChange Image