ঢাকায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ডব্লিউভিপিএ এশিয়া আঞ্চালিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা: গত ২২ ও ২৩ শে অক্টোবর ২০২২ রেডিসন বøু হোটেলে ওয়ার্ল্ড ভেটেরিনারি পোল্ট্রি অ্যাসোসিয়েশন (ডবিøউ.ভি.পি.এ), বাংলাদেশ শাখার আয়োজনে দু’দিনব্যাপী ৫ম ডবিøউ.ভি.পি.এ এশিয়া মিটিং-২০২২ অনুষ্ঠিত হয়। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ একটি উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। জনপ্রতি মাংসের প্রাপ্যতা দৈনিক ১৬০ গ্রাম এবং বছরে ডিমের প্রাপ্যতা ২০৮টিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য পূরণ করতে হলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমাতে হবে, সাশ্রয়ী মূল্যে সবার জন্য ডিম ও মাংসের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে; অন্যদিকে তেমনি ডিম, দুধ ও মাংস কে অধিকতর নিরাপদ করতে হবে বলে মন্তব্য করেছেন…