Pharma & Firm এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ Training Program “Training on Vaccine & Vaccination”

অদ্য ১০ই অক্টোবর রোজ শনিবার সকাল ৯ টায় রংপুর কমিউনিটি সেন্টার কক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল Pharma & Firm এর বিশেষ Training Program “Training on Vaccine & Vaccination”

সকাল ৯ টায় সকল সদস্যের রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় উক্ত বিশেষ Training Program

Pharma & Firm এর জেনারেল ডাঃ তাপস কুমার ঘোষ এর উদ্ভোধনি এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উক্ত Training Program এর সুচনা ঘটে।

ডাঃ তাপস কুমার তার মূল্যবান বক্তব্যে ভ্যাকসিনের উপর গুরুত্বপুর্ন তথ্য আলোকপাত করেন। তন্মধ্যে ভ্যাকসিন প্রোয়গের সঠিক নিয়ম, সঠিক সময় এবং সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা টি সবার নজর কাড়ে।

এরপর বক্তব্য প্রদান করেন আরিত্র পোলট্রি ল্যাব এবং কনসালটেন্সি সেন্টার এর কনসালটেন্ট জ্বনাব ডাঃ ভুবানন্দ রায়।

তিনি তার মূল্যবান বক্তব্যে ভ্যাকসিন কি ?, এর কার্যপদ্ধতি এবং ভ্যাক্সিনেশনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারপর বক্তব্য রাখেন তৌফিক এগ্রো ল্যাব এর চিপ এক্সিকিউটিভ অফিসার ডাঃ তাজুল ইসলাম সরকার। তিনি তার তথ্যবহুল বক্তব্যে ভ্যাকসিন প্রয়োগ পদ্ধতি এবং ভ্যাকসিন প্রয়োগ এর সময়ের কিছু সতর্কতা নিয়ে বিশেষ আলোচনা করেন।

এরপর আবারও চমৎকার বক্তব্য নিয়ে হাজির হন Pharma & Firm এর জেনারেল ম্যানেজার ডাঃ তাপস কুমার ঘোষ।

তিনি তার বিশেষ বক্তব্যে আলোচনা করেন ভ্যাকসিন অকার্যকর হওয়ার কিছু কারন, ভ্যাকসিনের যথাযথ মজুদ ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনের যথাযথ পরিবহন ব্যবস্থাপনা নিয়ে।

এরপর Pharma & Firm এর আয়োজনে মধ্যানুভোজ শেষে প্রথমে বক্তব্য প্রদান করেন ডাঃ মোঃ আশরাফুল আলম, জেলা ভেটেরিনারি সার্জন, বরিশাল।

ডাঃ আশরাফুল তার মূল্যবান বক্তব্যে আলোচনা করেন “ Vaccine Schedule & Monitoring of Vaccination Program” নিয়ে।

এরপর বক্তব্য নিয়ে আসেন Pharma & Firm এর Marketing Manager ডাঃ মোঃ মহিতুজ্জামান। তিনি তার চমৎকার বক্তব্যে বাংলাদেশের বাজারে Pharma & Firm এর সরবরাহকৃত বাণিজ্যিক ভ্যাকসিন সমূহ যেমনঃ পোলট্রি এর কিল্ড ভ্যাকসিন (Poulshot NDO, Poulshot Coryza, Poulshot ING plus, Poulshot BNE) এবং পোলট্রি এর লাইভ ভ্যাকসিন (Poulshot Lasota, Poulshot Lasota+IB, Poulshot B1+IB, Poulshot Gumboro, Poulshot IBD, Poulshot MG-F, Poulshot S/9R) নিয়ে আলোকপাত করেন।

এরপর শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন ডাঃ মোঃ ইহসানুল হক, সিনিয়র টেকনিক্যাল সার্ভিস অফিসার, এলানকো, বাংলাদেশ। তিনি তার বক্তব্যে Pharma & Firm এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।

সবশেষে Pharma & Firm এর জেনারেল ম্যানেজার ডাঃ তাপস কুমার ঘোষ এর উন্মুক্ত আলোচনা এবং সমাপনি বক্তব্যের মাধ্যমে বিকাল ০৪.৩০ মিনিটে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।

এছাড়াও উক্ত প্রশিক্ষন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন Pharma & Firm এর সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার জ্বনাব সাজ্জাতুল পাশা, এরিয়া ম্যানেজার জেনাব মোস্তাক আহমেদ, এরিয়া ম্যানেজার জ্বনাব তাছলিম উদ্দিন, মার্কেটিং অফিসার জ্বনাব মোঃ রাশেদুজ্জামান সহ ৭৬ জন খামারি, উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ ভাইয়েরা।

Related posts

Leave a Comment

CAPTCHA ImageChange Image