আবদুর রহমান (রাফি): Bangladesh College of Veterinary Surgeons (BCVS) এর আয়োজনে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা-FAO এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো Member of the College of Veterinary Surgeons (MCVS) এর প্রথম ব্যাচের আনুষ্ঠানিক “MCVS Graduation Ceremony”। ১৮ জুন, শনিবার রাজধানীর গুলশানের হোটেল আমারি ঢাকায় সকাল ১১ টায় অনুষ্ঠানটি শুরু হয়। BCVS এর সভাপতি প্রফেসর ড. মোঃ আখতার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মনজুর মোহাম্মদ শাহজাদা। FAO এর National Technical Advisor প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য…