প্লানেট ফার্মা Jefo এর দুইটি Belfeed ও Gut Harmony পণ্য বাজারজাত করবে

কোম্পানী নিউজ: কানাডা ভিত্তিক বিশ্বখ্যাত কোম্পানি Jefo এর Belfeed (Bacterial Xylanase) ও Gut Harmony (A new concept product) নামক দুটো পণ্য বাংলাদেশে বাজারজাত করবে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের স্বনামধন্য কোম্পানী প্লানেট ফার্মা লিমিটেড। এ সংক্রান্ত বিষয়ে Jefo এবং Planet Pharma Ltd. এর মাঝে গত ২৪ মে মালদ্বীপ এর কানদুমা দ্বীপে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন জেফো এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মি. জিন ফনটাইন (Mr. Jean Fontaine, President & Founder, Jefo Inc) এবং প্লানেট ফার্মা লিমিটেড এর পরিচালক মি. শাহ ফাহাদ হাবিব ৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত…