Pharma & Firm এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ Training Program “Training on Vaccine & Vaccination”

অদ্য ১০ই অক্টোবর রোজ শনিবার সকাল ৯ টায় রংপুর কমিউনিটি সেন্টার কক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল Pharma & Firm এর বিশেষ Training Program “Training on Vaccine & Vaccination” সকাল ৯ টায় সকল সদস্যের রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় উক্ত বিশেষ Training Program Pharma & Firm এর জেনারেল ডাঃ তাপস কুমার ঘোষ এর উদ্ভোধনি এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উক্ত Training Program এর সুচনা ঘটে। ডাঃ তাপস কুমার তার মূল্যবান বক্তব্যে ভ্যাকসিনের উপর গুরুত্বপুর্ন তথ্য আলোকপাত করেন। তন্মধ্যে ভ্যাকসিন প্রোয়গের সঠিক নিয়ম, সঠিক সময় এবং সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা টি সবার নজর কাড়ে। এরপর…