ফার্মা এন্ড ফার্মা ও সিনিল ফার্মা’র বিশেষ আয়োজনে খামারী বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

পোল্ট্রি সেক্টরের উন্নয়ন
খামারীর উন্নয়ন
এই থিমকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের  বিভিন্ন প্রান্তে মাসব্যাপী শুরু হয়েছে তাদের খামারি উদ্বুদ্বকরন বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা।তারই অংশ হিসেবে আজ  মঙ্গলবার কক্সবাজার (উখিয়া),রাজশাহী(সদর) ও গাইবান্দা(ফুলছড়ি) অনুষ্ঠিত হলো পোল্ট্রি বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা। উক্ত কর্মশালাগুলোর মধ্যে গাইবান্দা(ফুলছড়ি)-তে উপস্থিত ছিলেন ফার্মা এন্ড ফার্মার সেলস ম্যানেজার ডাঃ মাহমুদ নেওয়াজ, কক্সবাজার (উখিয়া) ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার(জোন-১) জনাব নকীব হাসান তালুকদার ও রাজশাহীতে এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার(জোন-৩)জনাব সাজ্জাতুল পাশা।কর্মশালাগুলোতে ব্রডিং ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন, জৈব নিরাপত্তা নিয়ে মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন মাধ্যমে সবাই বিস্তারিত আলোচনা করেন। এসময় ব্রডিং ব্যবস্থাপনায় ব্যবহৃত প্রি-বায়োটিক(A-Max Xtra),প্রোবায়োটিক(Speed Biotic, Biotop), Lysolex,  Shilevo solution (Levofloxacin 10%),Flotec 200sol, Poullshot B1+IB, Poulshot Gumboro ইত্যাদি গুনগত মানসম্পূন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন। উক্ত সেমিনারগুলোতে আরো  উপস্থিত ছিলেনস্ব স্ব  স্ব এরিয়ার ম্যানেজার, মার্কেটি অফিসার ও খামারীবৃন্দ।

Related posts

Leave a Comment

CAPTCHA ImageChange Image