গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম (এম,পি) মহোদয়ের সাথে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোটার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (বাফিটা) এর প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গত অক্টোবর ২৮, ২০২০ খ্রিঃ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোটার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন এর প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রাণিজসম্পদ বিষয়ক প্রাণবন্ত ও স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম (এম,পি), সচিব মহোদয় রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ডাঃ আবদুল জব্বার শিকদার ও উর্দ্ধতন কর্মকর্তা মহোদয়গণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোটার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন এর সভাপতি জনাব সুধীর চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জনাব এ.এম আমিরুল ইসলাম ও সদস্য জনাব মোঃ গিয়াস উদ্দিন খান সহ এসোসিয়েশনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জনাব সুধীর চৌধুরী, সভাপতি, বাফিটা।

Related posts

Leave a Comment

CAPTCHA ImageChange Image